কাজিরাঙ্গা অভয়ারণ্য,Kaziranga National Park is famous for Indian one horned Rhinoceros
KAZIRANGA FOREST GATE সেই অর্থে “অরণ্য” দেখা হয়ে ওঠেনি কোনোদিন, তাই মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিলোই। প্রথমবার জঙ্গল সাফারি করবো, প্রকৃতির বুনো রূপের সৌন্দর্যে কখন মেতে উঠব তার জন্যই প্রহর গুনে চলেছি। প্রাকৃতিক পরিবেশে বন্য পশুপাখিদের সাথে কেমন ভাবে, কোথায় , কতক্ষন ধরে দেখা হবে বা আদৌ গাছপালা ছাড়া আর কারো সাথেই মোলাকাত হবে না, এই নিয়ে মনের মধ্যে একটা দোলাচল চলছিল। তবে গৌহাটি থেকে এসে বিকেলবেলায় যখন কাজিরাঙ্গাতে পা রাখলাম, তখনই মনটা জুড়িয়ে গেল। নিঝুম, শান্ত, সবুজ অসাধারণ সুন্দর জায়গা। আমাদের রিসর্টের পাশ দিয়ে কালো মিশমিশে হাইওয়ে চলে গেছে। রাস্তার অন্যপ্রান্তে সবুজ গাছগাছালিতে ভর্তি, স্থানে স্থানে ঘন সবুজ চা বাগান এখানকার সৌন্দর্যকে আরো একধাপ বাড়িয়ে তুলেছে। ...