পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হারিয়ে যাওয়া পুজোরগান ( SONGS FOR DURGAPUJA ,SHARODIYA )

ছবি
                                                                      শরতকালের আগমনটা সত্যিই অন্যরকম । প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে জানান দেয় “ আমি চলে এসেছি ” । বর্ষায় মুখ গম্ভীর করে কালো মেঘে ঢেকে থাকা আকাশ হঠাৎ নীল হয়ে গিয়ে আমাদের মন ভাল করে দেয় । আকাশে ভেসে চলা পাতলা সাদা মেঘের নৌকা যেন আগমনীর বার্তা বয়ে বেড়ায় । আধুনিকতার মোড়ক সরিয়ে সাদা কাশ ফুলের দোলা আমাদের মনে আনন্দের বার্তা নিয়ে আসে । সকাল বেলায় গাছের নীচে পড়ে থাকা শিউলি ফুল ও রাতে জমে থাকা শিশির মনে করিয়ে দেয় – মা আসছেন ।                                      আসলে শরতের রূপ প্রথমেই আমাদের আসন্ন দুর্গাপুজোর কথা মনে করিয়ে দেয় । তবে প্রকৃতির সাজানো এই রূপের পাশাপাশি শরতকালের আরো কয়েকটা   ঘটনা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে যে যাদেরকে ছাড়া দুর্গাপুজোর আনন্দের রং আনেকটাই ফিকে হয়ে যায়। আসলে দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের যে শারদ উৎসব তা এমনই যে কোনো কিছুর সাথে ‘পুজো’ বা ‘শারদ’ শব্দটি যুক্ত থাকলেই তা আলাদা মাত্রা পায়। যেমন সারা বছর যত ভাল জামাকাপড়ই কেনা হোক না কেন -   পুজোর জামা, পুজোর শাড়ী হলেই তার আনন্দ ও গুরুত্ব বেড়ে