পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আভিজাত্যের ঝর্ণা কলম- Aristocracy hidden in fountain pen

ছবি
                                                              ‘ ঝর্ণা কলম ’ বা ‘ ফাউন্টেন পেন ’ নামটা শুনলেই   ঘড়িটা যেন হঠাৎ করে দ্রুত উল্টো দিকে ঘুরে কয়েক দশক পিছনে   নিয়ে চলে যায় আমাদের । চোখের সামনে ভেসে ওঠে কত হারিয়ে যাওয়া ছবি । হঠাৎ করে খুঁজে পাওয়া এক ঝর্ণা কলম আমাকে স্মৃতির পাতা উল্টে দেখতে বাধ্য করল । স্কুল জীবনে প্রথম কয়েক বছর পেন্সিল , রাবার দিয়ে লেখাপড়া করার পরে তো দীর্ঘ দিনের সাথী ছিল ঝর্ণা কলম । খুব ছোটতে দেখেছিলাম আমাদের বাড়িতে একটা কলম রাখার জায়গা ছিল যাতে রাখা থাকত দুটো কলম । সেগুলো অবশ্য ব্যবহার হত না । কাঠের তৈরী কলম দুটোতে কোন কালি ভরার জায়গা ছিল না , শুধুমাত্র একটা স্টীলের নিব লাগানো ছিল । দেখে খুব অবাক হয়েছিলাম । মায়ের কাছে শুনেছিলাম আগে নাকি এমন কলমই ছিল ।                     এটা দিয়ে লিখতে গেলে পাশে কালির দোয়াত রাখতে হত । কলমটিকে কালিতে একবার ডুবিয়ে নিয়ে লিখতে হত । কালি শেষ হয়ে গেলে সেটিকে আবার দোয়াতে ডুবিয়ে নিতে হত । এভাবেই চলত