পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডিজিটাল গুঁতো

                                 করোনা ভাইরাস আসার আগেকার এক বাস্তব  অভিজ্ঞতার কথা বলছি।   ৯০ দশকের প্রথমের দিকে একটা সময় ছিল যখন বলা হচ্ছিল যতোই শিক্ষিত হওনা কেন কম্পিউটার সম্বন্ধে জানা না থাকলে সে নাকি এক অর্থে নিরক্ষর । তা সে সময় এখন পাল্টেছে, নিরক্ষরতা দূরীকরণের পরে ভারত এখন “ডিজিটাল ইন্ডিয়া” । জীবন জীবিকার জন্য বহুমানুষের মত আমাকেও প্রতিটি দিন বাসে করে বাড়ী থেকে অফিস ও অফিস থেকে বাড়ী করতে হয়। তা সেই বাসেই আমার সাথে পরিচয় আধুনিক ডিজিটাল ভারতের। অফিস টাইমের যানবাহন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাসে ভীড় একটু বেশী থাকে। এই সময় অফিস যাত্রী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, ব্যবসায়ী এমন কি এক ভিখারিকেও আমি নিয়মিতভাবে এই সময়ে পাই। আমার বাসস্ট্যান্ড থেকে বাস ধরার সুযোগটা নেই বলে যাত্রা শুরুর খানিকটা সময় পরে বাসে উঠি। তখনই শুরু হয় আমার প্রাত্যহিক সংগ্রাম। একদিনের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। ভীড় বাসে সীট একটিও খালি নেই । একটু ঠেলে ,একটু ধাক্কা মেরে ভিতরে প্রবেশ   করলাম। এবার সীট বুকিং এর পালা। ওমা, কাকে জিজ্ঞাসা করব ? বেশীরভাগই কানে হেডফোন লাগিয়ে ডিজিটাল গানের জলসা উপভোগ করছে। জিজ্ঞেষ করা