পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আনন্দ দিতে বিঘ্ন ঘটায় দুঃখিত - The enjoyment of watching TV in 80s'

ছবি
  কাকিমা , আপনাদের বাড়িতে কাল সন্ধ্যেবেলায় সিনেমা দেখতে আসব। বর্তমান সময়ে যখন নিজের হাতের মুঠোয় থাকা স্মার্ট ফোনে সবাই সিনেমা , খেলা , টিভি সিরিয়াল দেখছে তখন এই ধরনের অনুরোধের   কথা শুনলে বেশ কানে লাগে। কিন্তু একটা সময় ছিল যখন আমরা সবাই এভাবেই একে অন্যের বাড়িতে গিয়ে সিনেমা , খেলা দেখেছি। আমরা যারা মফস্বল শহরে বড় হয়েছি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একশ ভাগ সত্যি। আমাদের শহরে সাকুল্যে দুটো সিনেমা হল ছিল। তাতে নতুন সিনেমা আসতে আসতে বছর ঘুরে যেত। আর সিনেমা দেখার দ্বিতীয় কোন উপায় ছিল না। সেই সময় হলে গিয়ে সিনেমা দেখা আমাদের অন্যতম বিনোদন ছিল।                                           সালটা ১৯৮৩ - ৮৪ হবে। সেই সময় কলকাতার পরে আমাদের শহরেও এলো টেলিভিশন।   যদিও তখন খুব কম মানুষের বাড়িতেই টিভি ছিল । ধীরে ধীরে আমাদের শহরে টিভির সংখ্যা বাড়তে লাগল। আমাদের বাড়িতেও এল টিভি।   তখন লম্বাটে চেহাড়ার দুদিকে শাটার দেওয়া বেশ বড় দেখতে টেলিভিশন , সাদাকালো ছবি দেখতে পাওয়া যেত । তখন কত রকমের কোম্পানি - টেলেরামা , ওয়েষ্টান , অস্কার , বেলটেক , ওয়েবেল , নেলকো , স্যালোরা , সোনোডাইন , অনিডা ইত্যাদি। যেদিন ট