ভূ-স্বর্গের আরেক রূপ সোনমার্গে ( Sonmarg known as meadow of gold )
![]() |
| SONMARG FULL VIEW |
গুলমার্গের পরেই স্বাভাবিকভাবেই সোনমার্গের নাম চলে আসে। ভূস্বর্গের অন্যতম সেরা আকর্ষণ সোনমার্গ। শ্রীনগর থেকে প্রায় ৮৫ কিমি দূরে প্রায় ৩০০০ মিটার উচ্চতায় হল ভূ-স্বর্গের এই জায়গা। সকাল সকাল শ্রীনগর থেকে যাওয়ার পথ পার হয়ে গেলাম হজরতবাল, গান্দেরবল, কঙ্গন, গুন্দ। শ্রীনগর থেকে এই রাস্তাটাই সোজা চলে গেছে জোজিলা, কারগিল হয়ে লাদাখের পথে। চলার পথে পাশে বেশিরভাগ সময়ই সঙ্গী হিসাবে পেলাম খরস্রোতা সিন্ধ নদীকে। বলে রাখা ভাল এই সিন্ধ নদী কিন্তু আমাদের বহু পরিচিত সিন্ধু নদী নয়। মনোরম পাহাড়ি পথ ও নদীর সৌন্দর্য পহেলগাঁও এর লীডার নদীর কথা মনে করিয়ে দিচ্ছিল।
![]() |
| WAY TO SONMARG, SINDH RIVER |
![]() |
| WAY TO SONMARG |
পুরো পথটাই আকর্ষণীয়, চোখ ফেরানো খুব কঠিন। শুধুমাত্র পথের টানেই এদিকে আসা যেতে পারে। রাস্তার দুপাশে আমন্ড ও চেরী গাছের সারি শোভা বাড়িয়ে দিয়েছে। সোনমার্গ পৌঁছানোর কয়েক কিমি আগে পথের ডানদিকে একটি সুন্দর ছোট্ট নদী ঘেরা দ্বীপ আছে। তার নাম আইল্যান্ড রিট্রীট। আমরা সেখানে কিছুক্ষনের জন্য থেমেছিলাম। একটি কাঠের ব্রীজ পার হয়ে পাইন দিয়ে সাজানো এই ঘন সবুজ দ্বীপে পা রাখলাম। একটি রেস্তোরা, তাতে মাঝে কাঠের বসবার জায়গা। সব মিলিয়ে মনোরম পরিবেশ। একধারে নদীর উপর ১৫ ফুট চওড়া বরফের চাদর এখনো গলে যায় নি। আমরা লোভ সামলাতে না পেরে সেখানে কিছুক্ষন মাতামাতি করলাম।
![]() |
| SNOW COVERED VIEW OF SONMARG |
![]() |
| GREEN VIEW OF SONMARG |
অবশেষে পৌঁছে গেলাম সোনমার্গ। আমাদের গাড়ি থামল চারদিক পাহাড়ে ঘেরা এক সবুজ ঢেউ খেলানো উপত্যকায়। শীতের পরে এপ্রিল মাস অবধি এই অবধি গাড়ি আসতেই পারে না, সোনমার্গের ১১ কিমি আগেই বরফের জন্য আটকে যায়। আমরা জুনের প্রথমে আসায় সবুজের দেখা পেলাম সোনমার্গে এসে। দুর্দান্ত ল্যান্ডস্কেপ। ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য। আসলে ভূ-স্বর্গ তো স্বর্গই। দূরে কিছু পর্বত ধূসর রঙের, কিছু সবুজ এবং বাকি তুষারাবৃত। এখান থেকে বরফমোড়া পাহাড় চূড়ার রূপ সবকিছু ভুলিয়ে দেয়। উপরে ওঠার জন্য শীতের ভারী পোষাক, জুতো ও ঘোড়া এখান থেকেই ভাড়া করে নিতে হয়। তারজন্য এখানে দোকান আছে।
| SONMARG, SHOP FOR DRESS AND SHOE FOR SNOW |
এখান থেকে আরো উঁচুতে যাওয়া যায়। যেতে হবে ঘোড়া কিম্বা সুমো জাতীয় গাড়ি। আমরা ৭০০ টাকায় একটি গাড়ি ঠিক করে চেপে বসলাম। সামান্য সময়ে পৌঁছে গেলাম কয়েক কিমি দূরে পাহাড়ের কোলে।
![]() |
| SONMARG, GREEN VIEW |
![]() |
| WAY TO THAJIWAS GLACIER, SONMARG |
হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন। প্রকৃতির রূপ এত সুন্দর !! সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের বাঁ দিকে পাহাড়ের গা বেয়ে ঘোড়া ও মানুষের লাইন সারিবদ্ধভাবে চলেছে। ডানপাশে খরস্রোতা সিন্ধ নদী থাজিবাস হিমাবহ থেকে এ পাথর সে পাথরে ধাক্কা দিতে দিতে নেমে আসছে। দূরে দুটো পাহাড়ের কোল তুষারাবৃত হয়ে এক হয়ে রূপ দিয়েছে থাজিবাস হিমাবহের। দূর থেকে হিমাবহের বরফের উপর মাতামাতি করা পর্যটকদের ছোট্ট বিন্দুর মত মনে হচ্ছে। এইভাবে কেটে গেল ঘণ্টাখানেক। এখানে না এলে ভূ-স্বর্গের আরেক রূপ দেখা থেকে বঞ্চিত হতাম।
![]() |
| THAJIWAS GLACIER, SONMARG |
<< আরো জানার জন্য এখানে ক্লিক করুন>>








মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন