ভূ-স্বর্গের ফুল পথে সারাদিন ( GULMARG - THE MEADOWS OF FLOWERS )

 


                                    

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL,
GULMARG,  NATURAL  FLOWERS  ON THE  WAY TO  GONDALA

              

                          কাশ্মীর এমন একটা জায়গা, কখন যে সেটা পর্যটকদের জন্যভূস্বর্গ ভয়ঙ্করহয়ে উঠবে তার আগাম হদিস পাওয়া খুব কঠিন তাই বহু ভ্রমণপ্রিয় মানুষের দেশের বিখ্যাত বিখ্যাত জায়গা দেখা হয়ে গেলেও কাশ্মীরের ক্ষেত্রে শুধুমাত্র গল্প শুনে ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে সেই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি ১৯৮৯ সালে ছাত্র অবস্থায় প্রথমবার কাশ্মীর উপত্যকায় বেড়াতে যাবার সুযোগ পেয়েছিলাম সেবার ভূস্বর্গের শোভা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তারপরে আবার ২০১১ সালে যাই সপরিবারে এরপর কয়েকবার জম্মু, পাটনীটপ, সানাসার দেখার সৌভাগ্য হলেও কাশ্মীর উপত্যকায় যাবার সুযোগ আর হয়নি আমার আজকের গল্প গুলমার্গকে নিয়ে

 মনের মতো ক্যামেরা কিনতে ক্লিক করুন

                           সময়টা ছিল মে মাস আমাদের ট্যুর দিন ছয়েকের জন্য তার থেকেই একটা দিন রাখা ছিল গুলমার্গের জন্য সকাল থেকেই আমরা স্নান সেরে নিয়ে আলু পরোটা , চাটনী মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছি শ্রীনগর থেকে সকাল -৩০ নাগাদ গাড়িতে চেপে বসলাম ঘন্টা খানেক যাবার পরে পৌঁছালাম ৭২ কিমি দূরে এক অসাধারণ জায়গায় গাড়ি থেকে নামলাম, জানলাম সেটাই নাকি গুলমার্গ উচ্চতা ২৭৩০ মিটার গাড়ির রাস্তা এখানেই শেষ ড্রাইভার ভাই বললেন - মে মাস বলেই এতদূর আসা গেল শীতের সময় গাড়ির যাত্রাপথ কমে গিয়ে কিমি আগে ২৫৩০ মিটার উচ্চতায় টাংমার্গেই শেষ হয়ে যায় তখন শুধু বরফ আর বরফ    

 

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
GULMARG,  CAR STAND AND HOTELS FOR FOOD.

                            অসংখ্য গাড়ির ভীড়ে মিশে গিয়ে আমাদের গাড়িটাও একটা সুন্দর  জায়গা করে নিল এই জায়গার আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট হোটেল রয়েছে তারা দুপুরের খাবারের ব্যবস্থা করে চলেছেন অন্যপাশে  ঘোড়াদের একটা বেশ বড়সড় দল, সারি বেঁধে দাঁড়িয়ে আছে বলা ভাল অপেক্ষা করছে পর্যটকদের পিঠে নিয়ে ঘোরাবার জন্য

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
GULMARG, THEME GREEN

                             গাড়ি থেকে নামতেই চারপাশে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল এক কথায় বলতে হলে একটি সুবিশাল সবুজ ক্যানভাস, তাতে মনমাতানো চোখ জুড়ানো রঙীন ছবি ছবির থিম সবুজ চোখের সামনে মখমলের মত সবুজ ঘাসে ঢাকা ঢেউ খেলানো বিশাল ময়দান স্তব্ধসবুজের ঢেউ কোথাও উঁচু টিলা হয়ে গেছে, কোথাও বা ঢালু হয়ে দৃষ্টির বাইরে চলে গেছে কোথাও আবার রঙ বেরঙের পাহাড়ি ফুল চোখের দৃষ্টি সরিয়ে নিজেদের দিকে টেনে নিচ্ছে আর তা তো হবেই , এতো ফুলেরই উপত্যকা ! ফার্সিতেগুলমানে ফুল, আরমার্গমানে ঈশ্বরের পথ অর্থাৎ সেই অর্থেগুলমার্গমানে ফুলের পথ 

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
GULMARG

                        সেই ফুল দিয়ে সাজানো উপত্যকার একবারে শেষে পাইন, দেওদারদের সারি আবার অন্য দিকে গুলমার্গের পাহাড় মৌনঋষি মত দাঁড়িয়ে আছে পাহাড়ের গায়ে সবুজ পাইন গাছের যেখানে সমাপ্তি, সেখান থেকে পাহাড়ের গায়ে খাঁজে খাঁজে বরফের আঁকিবুঁকি তবে পাহাড়ের মাথা থেকে বরফের সাদা চাদর এখনো সরে যায় নি  

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
GULMARG, THEME GREEN

                            পুরোপুরি বরফ আচ্ছাদিত অবস্থায় শীতের গুলমার্গের যে আকর্ষণ, গ্রীষ্মের দিনে সবুজের সাথে হাত মিলিয়ে সাদা বরফের কারুকার্যের আকর্ষণ তার থেকে আলাদা আমরা ডানদিকে সবুজ ঢেউ খেলানো বিশাল উপত্যকাকে রেখে একদম বাঁদিকে পাহাড়ের কোল বরাবর একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম বাঁদিকে রঙ বেরঙের কিছু বাড়ি, লজ অতিক্রম করে অবশেষে গন্ডোলার ( কেবল্কার ) টিকিট কাউন্টারের সামনে পৌঁছে গেলাম এই পথে বেশীর ভাগ পর্যটক হেঁটে এলেও অনেকেই ঘোড়ায় চড়ে আসছেন দশ বছরের বেশী বয়সীদের জন্য টিকিট মূল্য ৩০০ টাকা ( সেই সময়কার মূল্য ) এই মূল্য অবশ্যই যাওয়া আসা মিলিয়ে আমরা টিকিট নিয়ে চলে এলাম অন্য আরেক জায়গায় সেখান থেকেই মূল যাত্রা শুরু হচ্ছে  

GONDOLA,GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
GONDOLA  TICKET  COUNTER

 

                          এই প্রসঙ্গে একটা কথা বলি, এই গন্ডোলা যাত্রা প্রথম পর্যায়ের এটা আমাদের নিয়ে যাবে গুলমার্গ থেকে কঙ্গডোর অবধি আবার সেখান থেকে ফিরিয়ে আনবে এই কেবল্কার জম্মু-কাশ্মীর স্টেট কেবল্কার কর্পোরেশন লিমিটেডের অধীনে প্রথম পর্যায়ে গুলর্মাগের ২৬৯৯ মিটার উচ্চতা থেকে . কিমি দূরে ৩০০০ মিটারেরও বেশী উচ্চতায় নিয়ে যায় সময় লাগে মিনিট এই মিনিট এক স্বর্গীয় ভ্রমণ গন্ডোলা যত উপরের দিকে উঠছে, নীচের পাইন, দেবদারু গাছের বন, ঘোড়ার দল, স্থানীয় মানুষ সবকিছু চোখের সামনে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সমগ্র উপত্যকা চোখের সামনে এক জায়গায় চলে আসছে যাত্রা শেষে আমরা নামলাম কঙ্গডোরে মাটিতে পা দিতেই টিকিটচেকারবাবু আমাদের টিকিটের উপর সময় লিখে দিলেন অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ের বেশী উপরে কাটানো যাবে না

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
VIEW  FROM GONDOLA , GULMARG

 

                          কঙ্গডোর থেকে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা খুব কঠিন সামনে তুষারশোভিত বিশাল পর্বতের বিস্তার অপরূপ তার শোভা কন্কনে হিমেল হাওয়ার পরশ পাহাড়ী সৌন্দর্যের মাত্রা অনেকখানি বাড়িয়ে দিচ্ছে চোখের আরাম, মনের আরাম এক লহমায় আমাদের শারীরিক ক্লান্তিকে দূর করে দিল আবার পিছনের দিকে তাকালে নীচে ফেলে আসা গুলমার্গ উপত্যকাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে ঠিক যেন আমাদের সমতলেরঝুলন সাজানোবলে মনে হচ্ছে চারদিক তাকালে সত্যিই ভূ-স্বর্গনামের সার্থকতা সহজেই অনুভব করা যায়  

 

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
VIEW  OF  KONGDOR

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
VIEW OF GONDOLA, GULMARG


                          কঙ্গডোর থেকে দ্বিতীয় পর্যায়ের গন্ডোলা যাত্রা এখান থেকেই শুরু হয় এরা নিয়ে যাবে গুলমার্গ পাহাড়ের মাথায় চিরতুষারের রাজত্বে কিন্তু আমাদের ভাগ্যে সেটা নেই এই পরিষেবা এখন বন্ধ অগত্যা নীচ থেকে চোখে দেখা ছাড়া আর কিছু করার নেই নীচ থেকে টাওয়ারগুলো পাহাড়ের মাথায় চলে গেছে মনে হচ্ছে যেন দেশলাই কাঠি দিয়ে কেউ টাওয়ার বানিয়ে সাজিয়ে রেখেছে অনেকেই ঘোড়ায় চড়ে খিলেনমার্গের দিকে ঘুরতে যাচ্ছেন

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
VIEW OF  CABLE CAR  PATH

 

                          আমরা নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই আবার গুলমার্গে নেমে এলাম এবার পেটের টানে হোটেলে আসা দুপুরের খাবার খেয়ে এবার সবুজ উপত্যকার শোভাকে পায়ে হেঁটে উপভোগ করব বিশ্বের সবচেয়ে উঁচু ১৮ পয়েন্টের গলফ কোর্স এখানকার অন্যতম দর্শনীয় স্থান এছাড়াও সেন্ট মেরিজ চার্চ, রানি মন্দির, মহারাজার প্যালেস ঘুরে দেখা যায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম টিলার মত উঁচু এক জায়গায় মহাদেবের মন্দিরে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হলেও মূল মন্দির একই রয়েছে তাই মন্দির প্রাঙ্গনে পা রাখার সাথে সাথে সময় যেন পিছিয়ে  গেল কয়েক দশক এখানেই রাজেশ খান্না মমতাজ অভিনীতআপ কি কসমছবির শুটিং হয়েছিল চোখের সামনে ভেসে উঠল সেই বিখ্যাত দৃশ্যজয় জয় শিব শংকর………”

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
SHIVA TEMPLE,GULMARG  Scene  from  APP KI  KASAM


 

GULMARG, KASHMIR VALLEY, PARADISE ON EARTH, SNOW, HIMALAYAS, FLOWERS, TOURIST SPOT, TRAVELLING, ENJOYMENT, NATURAL BEAUTY, COOL
SHIVA  TEMPLE GULMARG , at this time 

 

                 তবে এখানে এসে অনুভব করলাম-  সুন্দর, অপরূপ, অনুপম প্রকৃতির মাঝে ঘড়ির কাঁটা আরো দ্রুত ঘোরে তাই ওনার সাথে তাল মেলাতে অগত্যা গাড়িতে উঠে বসা গাড়ি ছুটল ভূ-স্বর্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মন ভরল না, যেন ভরপেট না খেয়েই  খাবারের পাত ফেলে উঠে চলে যাওয়া  

 শীতের মনোরম গুলমার্গ দেখতে ক্লিক করুন 

 

আরো জানার জন্য এখানে ক্লিক করুন

মনের মতো ক্যামেরা কিনতে ক্লিক করুন 
 



মন্তব্যসমূহ