পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভূ-স্বর্গের আরেক রূপ সোনমার্গে ( Sonmarg known as meadow of gold )

ছবি
                                 SONMARG FULL VIEW                          গুলমার্গের পরেই স্বাভাবিকভাবেই সোনমার্গের নাম চলে আসে । ভূস্বর্গের অন্যতম সেরা আকর্ষণ সোনমার্গ । শ্রীনগর থেকে প্রায় ৮৫ কিমি দূরে প্রায় ৩০০০ মিটার উচ্চতায় হল    ভূ-স্বর্গের এই   জায়গা । সকাল সকাল শ্রীনগর থেকে যাওয়ার পথ পার হয়ে গেলাম হজরতবাল, গান্দেরবল , কঙ্গন , গুন্দ । শ্রীনগর থেকে এই রাস্তাটাই সোজা চলে গেছে জোজিলা, কারগিল হয়ে লাদাখের পথে। চলার পথে পাশে বেশিরভাগ সময়ই সঙ্গী হিসাবে পেলাম খরস্রোতা সিন্ধ নদীকে । বলে রাখা ভাল এই সিন্ধ নদী কিন্তু আমাদের বহু পরিচিত সিন্ধু নদী নয়। মনোরম পাহাড়ি পথ ও নদীর সৌন্দর্য পহেলগাঁও এর লীডার নদীর কথা মনে করিয়ে দিচ্ছিল ।       ...