পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হিমাচলে যাবার প্রস্তুতি নিয়ে কিছু কথা

ছবি
  CLICK ON IT FOR ARTICLE          সময় ভাল আসবেই, আবার স্বাভাবিক হবে জীবন। ভাল দিনের  আশা না ছেড়ে প্রস্তুতি নিতে হবে  বেড়ানোর। তাই হিমাচলের কয়েকটি জায়গা নিয়ে কিছু কথা।                     আয়তনের দিক থেকে ছোট হলেও পর্যটকদের মন জয় করার মতো সব উপকরণই মজুত এখানে। তুষারাবৃত পর্বতশৃঙ্গ, ঘন সবুজ   উপত্যকা, মনোরম আপেল বাগানের আকর্ষণ যেমনি আছে, ঠিক তেমনিই রয়েছে আকর্ষনীয় প্রাচীন মন্দির, গীর্জা, বৌদ্ধমঠ, গুরুদ্বার, মিউজিয়াম। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মপ্রাণ মানুষরা শুধুমাত্র ধর্মীয় টানেই এখানে চলে আসতে পারেন। এমনই এক ছোট্ট রাজ্য হলো উত্তর ভারতের হিমাচল প্রদেশ। দর্শনীয়স্থান হিসাবে নাম লিখতে থাকলে হয়তো হিমাচলের কোন স্থানই বাদ যাবে না, তবুও তারই মধ্যে অতি   জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির কথা আলাদা করে না বললেই নয়। খুব বড় রাজ্য না হলেও এক যাত্রায় সমগ্র হিমাচল ঘুরে নেওয়া কাগজে কলমে সম্ভব হলেও বাস্তবে প্রায় অসম্ভব। তাই অগণিত দর্শনীয় স্থানের মধ্যে থেকে নিজের ...