দেখতে দেখতে আবার বছর ঘুরে চলে এলো বড়দিন। এই দিনটি প্রভু যীশুর জন্মদিন কিনা বা উৎসবটি শুধুমাত্র খ্রীষ্ট ধর্মাবলম্বীদের কিনা তা আমাদের কারোর মাথায় থাকে না। প্রতি বছরের শুরুতেই নতুন ক্যালেন্ডার হাতে পাওয়ার সাথে সাথে আমাদের চোখ যে কটা ছুটির দিনের দিকে যায় তার মধ্যে ২৫ শে ডিসেম্বর অন্যতম। ছোটবেলায় আমাদের এই ছুটি ছিল অন্যরকম। বার্ষিক পরীক্ষা শেষ করে পড়াশোনার চাপমুক্ত থাকতাম আমরা। সামনেই জানুয়ারীতে নতুন ক্লাসরুম , নতুন বই। এর একটা আলাদা আনন্দ থাকত। তাই দূরে বেড়াতে যাওয়া না হলেও আত্মীয়দের কারোর বাড়ী যাওয়া হতই। আর ওই বিশেষ দিনে কেকও আসত।
এরপর যত বড় হলাম বড়দিন পালনের অভিজ্ঞতা একেক বছরে একেক রকম হল। মোহনপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে বড়দিনের ছুটিতে বাড়ী আসার আগেই আমরা বন্ধুরা একবার ব্যান্ডেল চার্চ ঘুরে আসতাম। 'ব্যান্ডেল চার্চ' নামে জনপ্রিয় হলেও ১৫৯৯ সালে প্রতিষ্ঠিত এই চার্চটির নাম Basilica of the Holy Rosary । চাকরী সূত্রে বাসে যাতায়াত করার সময় নিত্য যাত্রীদের বনভোজন হয়েছে বড়দিনে আমাদের শহর সংলগ্ন ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজের ধারে।
কোন এক বছর সপরিবারে আমরা ঘুরেছিলাম চিড়িয়াখানা, নিক্কোপার্ক ইত্যাদি। সত্যি বলতে কি মানুষের মাথা ছাড়া সেদিন আমরা কিছু দেখতে পাইনি। অন্য কেউও কিছু দেখতে পেয়েছিল বলে মনে হয় না। তবুও তো বড়দিন ! ওই দিন বেড়াতে যেতেই হবে !
 |
| St. Paul's Cathedral Church, Kolkata, India |
 |
| St. Paul's Cathedral Church, Kolkata, India |
আর একবার ঠিক হল বড়দিনে ঘুরব পার্কস্ট্রীটে। আমার এক বন্ধুর কথায় বড়দিনের যে ফ্লেভার সেটা নিতে হলে নাকি পার্কস্ট্রীটে বেড়াতেই হবে। আসলে সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ক্যারল, সাহেবী কায়দা এই চত্বর ছাড়া পাওয়া যাবে না। সেবার আমাদের ঘোরা শুরু হয়েছিল St. Paul's Cathedral চার্চ দর্শনের মধ্য দিয়ে। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত এই চার্চ কলকাতার অন্যতম সেরা দর্শনীয় স্থান। ভীড় উপচে পড়েছিল সেদিন চার্চে।
 |
| View of Park Street, Allen Park, Kolkata, India |
সেখান থেকে আমাদের হাঁটা শুরু পার্কস্ট্রীটের দিকে। পথে সবার দেখাদেখি আমরাও সান্টাক্লজের টুপি কিনে মাথায় নিয়ে চললাম। পার্কস্ট্রীটের রেস্তোরাগুলোতে নাম লিখিয়ে টেবিল বুকিং চলছে। আলো ঝলমলে রাস্তা দিয়ে চলাই দায়। একে তো ভীড় তাতে আবার সেলফি তোলার ব্যস্ততা। ধীরে ধীরে দুদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যালান পার্ক।
সেখানেই উৎসবের মূল আয়োজন। তবে সন্ধ্যেতেই যা ভীড় পেয়েছিলাম, রাত বাড়লে কি হয়েছিল কে জানে !
 |
| Basilica of Bom Jesus, Goa, India |
এক বছর বড় ট্যুরের প্রস্তুতি নিয়েছিলাম। ঠিক করেছিলাম ২৫ শে ডিসেম্বর থাকব গোয়াতে। সেই গল্প আগেও শুনিয়েছি আজ জোড় করে আবার শোনাব। অসংখ্য চার্চে সমৃদ্ধ গোয়াতে সেইবার মুগ্ধ হয়েছিলাম Basilica of Bom Jesus চার্চ দেখে। ১৬০৫ সালে প্রতিষ্ঠিত এই চার্চ baroque
architecture এ গঠিত। চারশো
বছরের পুরনো এই চার্চ পর্তুগীজ আমলের রাজধানী ‘ওল্ড গোয়া’তে অবস্থিত। এখানে St
Francis Xavier এর পবিত্র শরীর শায়িত আছে। আমরা ঘন্টাখানেক সময় দিয়ে দেখেছিলাম সেই
স্থাপত্য। এছাড়া বড়দিনের আনন্দে মেতে ওঠা গোয়াকে দেখার আনন্দ তো ছিলই। আজ বড়দিনের
সময় গোয়াতে কাটানোর গল্প আরেকবার না শুনিয়ে পারছি না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন