পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলপ্রপাত ও মার্বেল রকের ম্যাজিক শো ( Spectacular view of Narmada falls, marble rock and boating in river Narmada )

ছবি
                             মার্বেল পাথরে মোড়া অট্টালিকা দেখেছি , মন্দির দেখেছি কিন্তু তাই বলে একটা আস্ত নদী মার্বেল পাথরে মোড়া !! হ্যাঁ , নিজের চোখে সেটা দেখব বলেই তো ছুটে আসা মধ্যপ্রদেশের জব্বলপুরে । য খন থেকে জব্বলপুরের নাম শুনেছি , তবে থেকেই জব্বলপুর , নর্মদার মার্বেল রক ও ধূঁয়াধার জলপ্রপাত সমার্থক হয়ে আছে মনের মধ্যে ।                   ডিসেম্বরের শীতের সকাল । তাকে উপেক্ষা করেই সকাল সকাল টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম শহর দর্শনে । বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে জব্বলপুর থেকে ২৩ কিমি দূরের নর্মদার মার্বেল রক জলপ্রপাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল । গাড়ি থেকে যেখানে নামলাম সেখান থেকে নদী বেশ খানিকটা দূরে । যতই এগিয়ে চলি ততই মার্বেলের অস্তিত্ব জানান দিচ্ছে । শুরু হল দুইপাশে মার্বেল পাথরের ...