শীতেই চলুন অমরকন্টকে ( AMARKANTAK popularly known as "Teerthraj" - "the king of pilgrimages")
নর্মদা নদী, অমরকন্টক বিন্ধ্য ও সাতপুরা পাহাড়ের সংযোগস্থলে ১০৬৫ মিটার উচ্চতায় অবস্থিত অমরকন্টক যুগ যুগ ধরে সাধনাক্ষেত্র হিসাবে সমাদর পেয়ে আসছে। পবিত্র নদী নর্মদা ও শোনের উৎসস্থল হচ্ছে এই অমরকন্টক। প্রকৃতিদেবীর আশীর্বাদধন্য চারদিকে পাহাড়ঘেরা এই জায়গা পবিত্র সরোবর, নদী, ঘন জঙ্গল, দৃষ্টিনন্দন জলপ্রপাত, গা ছমছমে গুহা ও প্রাচীন মন্দিরে সমৃদ্ধ। আসলে অমরকন্টক প্রকৃতি, ইতিহাস ও ধর্মের এক অদ্ভুত সংমিশ্রন। এই জায়গা প্রকৃতিপ্রেমিকদের কাছে যতটা আকর্ষণীয় ততটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে হিন্দু তীর্থস্থান হিসাবে। অমরকন্টকের স্থান মাহাত্ম্য ও সৌন্দর্য, মহাকবি কালিদাসের কাব্যে ও বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। শোনা যায় ভগবান শিবের বরে নর্মদা হয়েছিলেন সর্বপাপহর। ক...