পর্যটন মানচিত্রের বাইরে - Radha Damodar Temple is one of the finest terracotta temples of Bengal

                

               

RADHA DAMODAR TEMPLE OF SURI, BIRBHUM
Radha Damodar Temple,Suri,Birbhum

                   বীরভূম জেলার সদর শহর সিউড়ীকে কেন্দ্র করে বীরভূমের পর্যটন খানিকটা আবর্তিত হলেও নিজে পর্যটন কেন্দ্র হিসাবে সিউড়ী কোনোদিনই পরিচিত নাম নয় তবুও বলছি বীরভূমের অন্যান্য জায়গা ঘুরবার ফাঁকে একবেলা সময় রাখা যেতেই পারে এই শহরটির একটি বিখ্যাত মন্দিরের জন্য এখানকার সোনাতোর পাড়ায় অবস্থিত  রাধা দামোদর মন্দির দর্শন না করলে বীরভূম ভ্রমণের বৃত্ত সম্পূর্ণ হয় না কিন্তু ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত  এই মন্দিরের খোঁজ অনেকের কাছেই নেই এই বিভাগের মত অনুযায়ী  বীরভূম জেলার সবচেয়ে সুন্দর ও প্রাচীনতম আটচালা মন্দির হল এই রাধা দামোদর মন্দির। হলফ করে বলতে পারি এলে ঠকবেন না।

 

TERRACOTTA ART OF RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM

TERRACOTTA ART OF RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM
 

                  ৩৫ ফুট উঁচু এই মন্দিরের ইতিহাস খুব বেশী জানা না গেলেও মনে করা হয় ১৭০০ খ্রীষ্টাব্দের আশেপাশে এই মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরের বিশেষত্ব হল মাকড়া পাথরের ভিত্তিবেদীর  উপর ইট দিয়ে তৈরী এই সুন্দর মন্দির আজ আর এর ভিতরে কোনো বিগ্রহ নেই তাই কোনো পুজোপাঠেরও প্রচলন নেই ছোট প্রাচীর দিয়ে ঘেরা সংরক্ষিত এলাকার  একধারে এই মন্দির তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বারের পর একটি ছোট বারান্দা, তারপর একটি প্রবেশদ্বারযুক্ত  গর্ভগৃহ মন্দিরের  সামনে বাইরের দিকের দেওয়াল অত্যন্ত সুষমাময় পোড়ামাটির অলংকরনে সমৃদ্ধ যা দেখলে এখনো চোখ জুড়িয়ে যায় শুধুমাত্র এই কারুকাজ দেখার জন্যও অনেক দূর থেকে এখানে ছুটে আসা যায় যারা টেরাকোটা বা পোড়া মাটির কাজ নিয়ে চর্চা করেন তারা ছাড়াও  সাধারণ পর্যটকেরাও এর কারুকার্য দেখে মুগ্ধ হবেন

 

 
TERRACOTTA  ART OF RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM

                        প্রবেশদ্বারটি তিনটি খিলান দিয়ে সাজানো তার উপরের দিকের দেওয়ালে শোভা পাচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, কালিয়াদমন, বস্ত্রহরণ, গোপী পরিবৃত হয়ে নৃত্যরত কৃষ্ণ, অনন্তশায়ী বিষ্ণু ইত্যাদির নিখুঁত প্রতিকৃতি এছাড়াও একপাশে বিষ্ণুর দশাবতারের রূপ ও অন্যপাশে আরো হিন্দু দেবদেবীর প্রতিকৃতি, হনুমান, নানা ভঙ্গিমার মানুষের রূপ এই মন্দিরকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে এই মন্দিরটিঘুনসামন্দির নামেও পরিচিত তিন খিলানের প্রবেশদ্বারের পর একটি ছোট বারান্দা , তারপর একটি দরজা সেখান থেকে মন্দিরের ভিতরের দিকটা দেখে নেওয়া যায় মন্দিরের উপরের দিকে একটি বিরাট সরিসৃপের প্রতিকৃতি  মন্দিরের একদিক থেকে অন্য দিকে শোভা পাচ্ছে মন্দিরের ভিতরের দেওয়ালেও কিছু কারুকার্য চোখে পড়ার মতো

 

TERRACOTTA  ART OF RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM

TERRACOTTA  ART OF RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM
 RADHA DAMODAR TEMPLE, SURI, BIRBHUM
 

কিভাবে যাবেনঃ হাওড়া থেকে সিউড়ী আসার সরাসরি ট্রেন সকাল ৬-৪৫ এ হুল এক্সপ্রেস বিকেলের দিকে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার এছাড়াও ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে প্রায় এক ঘণ্টা অন্তর দক্ষিনবঙ্গ পরিবহনের বাস ও দুটি বাতানুকুল বাস সিউড়ী আসে


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন