ইটের সেলুন থেকে বিউটি পার্লার
মাথার চুল নিয়ে আমাদের মাথা ব্যাথার শেষ নেই। চুলেই নাকি আসল সৌন্দর্য লুকিয়ে আছে। সেটা সেই একদম ছোটবেলা থেকেই শুনে আসছি। চুলকাটা খারাপ হলে সেলুনে চুলোচুলি পর্যন্ত হতে দেখা গিয়েছে। যতদিন মানুষ থাকবে ততদিন তার চুলের বাহার ঠিক রাখার জন্য সেলুনও থাকবে। সেটা ইটে বসে গাছতলাই হোক বা আধুনিকতায় মোড়া বিউটি পার্লার হোক সব সেলুনের একটাই কাজ, আমাদের চুলের স্টাইল বজায় রাখা। এবার আমার নিজের ও নিজের শহরের কিছু কথা বলি। ছোটবেলায় বাবার হাত ধরে প্রথমবার সেলুনে পা রাখি। তখনকার সেলুন বলতে “পটলের সেলুন” , “হাবলের সেলুন” যার আবার পো...