পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিল্পগ্রাম রঘুরাজপুর , Raghurajpur- The Heritage Crafts Village

ছবি
                        বাঙালীর অন্যতম প্রিয় জায়গা পুরী আমরা সবাই বেশ কয়েকবারই গিয়েছি । জগন্নাথদেবের মন্দির দর্শন , সমুদ্র স্নান , মনের মত খাওয়া দাওয়া ছাড়াও আরেকটা অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মনের আনন্দে মার্কেটিং করা । পুরীতে আমরা দোকানে দোকানে নানা রকমের হাতের কাজের ( handicraft ) যে সমস্ত জিনিষ পত্র বিক্রী হতে দেখি তার বেশীরভাগই তৈরী হয় রঘুরাজপুরে । কিন্তু রঘুরাজপুরে কোনদিনই যাওয়া হয় নি । তাই এবারের পুরী ভ্রমণে ঠিকই করেছিলাম রঘুরাজপুর একদিন যাবই ।                       সেইমত প্ল্যান করে আমরা একদিন দুপুরে গাড়ি করে রঘুরাজপুরের দিকে রওনা হলাম । প্রথমেই বলে রাখি এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ কোন গ্রাম নয় , আর পাঁচটা সাধারণ গ্রামের মতই । রঘুরাজপুর পুরী জেলার একটা খুব ছোট গ্রাম , ভার্গবী নদীর দ...