বীরভূমের শেষ হিন্দু রাজা বীর সিংহের প্রতিষ্ঠিত ৮৫০ বছরের প্রাচীন মা কালী
০৩/০৪/২০২১ তারিখে লেখার পরে আবার এই মন্দির নিয়ে লিখতে বসলাম। এবার সত্যিই আর পুরনো মন্দির দেখা যাবে না। এখন নতুন মন্দিরে মায়ের নতুন রূপ। যদিও এখনও নতুন মন্দিরের অনেক কাজ বাকী , তবুও দেখে আসা যেতেই পারে প্রাচীন এই মা কালীর মূর্তিটিকে।
![]() |
| নতুন সাজে মায়ের মূর্তি |
বীরভূমের সদর শহর থেকে নয় কিলোমিটারের মধ্যে অবস্থিত ভান্ডীরবন আজ আর কারো কাছে অজানা বা অচেনা নয়। কিন্তু এই ভান্ডীরবনের এক কিলোমিটারের মধ্যেই আছে আরো এক ঐতিহাসিক জায়গা যেটা প্রায় কেউই জানেন না বা জানলেও কবে শেষবার গেছেন তার হিসাব নেই। সেই জায়গাটি হল বীরসিংহপুর গ্রাম। নেহাতই এক অখ্যাত গ্রাম।
| আগেকার মন্দিরের ছবি |
![]() |
| আগেকার মন্দিরের পিছনে নির্মায়মান বর্তমান মন্দির |
| আগেকার কালী মন্দির |
দীর্ঘদিন একটি সাধারণ মন্দিরে এই মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত। চারদিক ছোট পাঁচিলে ঘেরা এই জায়গা। পাশে একটি পুকুর, চারদিক সবুজ গাছপালাতে ঘেরা। এই ছবিই দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছিলাম। কিন্তু বেশীদিন এই ছবি দেখা যাবে না। মা কালীকে তার আসল জায়গায় প্রতিষ্ঠা করার জন্য বর্তমান মন্দিরের ঠিক পিছনেই অতি যত্নসহকারে তৈরী হচ্ছে বিশাল মন্দির। একবার সময় করে দর্শন করে যান , ঐতিহাসিক এই কালীমূর্তি দর্শনে গায়ে কাঁটা দেবেই ।
![]() |
| বর্তমান মন্দিরের পিছনে মন্দির নির্মাণের কাজ চলছে |
![]() |
| মন্দির রঙ করার কাজ চলছে |
তথ্য ঋণ- ১> বীরভূম বিবরণ , প্রথম
খন্ড, মহারাজকুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহোদয় সম্পাদিত। ২> বীরভূম সমগ্র, প্রথম খন্ড – লেখক ডঃ
আদিত্য মুখোপাধ্যায়







তথ্য মূলক লেখা পড়ে সমৃদ্ধ হলাম।
উত্তরমুছুনএটা জানতাম না তো....এই কালী মন্দিরে গেছি আমি.... অজানা ছিল এই তথ্য....সমৃদ্ধ হলাম
উত্তরমুছুন