বীরভূমের শেষ হিন্দু রাজা বীর সিংহের প্রতিষ্ঠিত ৮৫০ বছরের প্রাচীন মা কালী

 

BIRSINGHAPUR GODDESS KALI

 


 ০৩/০৪/২০২১ তারিখে লেখার পরে আবার এই মন্দির নিয়ে লিখতে বসলাম। এবার সত্যিই আর পুরনো মন্দির দেখা যাবে না। এখন নতুন মন্দিরে মায়ের নতুন রূপ। যদিও এখনও নতুন মন্দিরের অনেক কাজ বাকী , তবুও দেখে আসা যেতেই পারে  প্রাচীন এই মা কালীর মূর্তিটিকে।

BIRSINGHAPUR  KALI, BIRBHUM
নতুন রূপে বর্তমান মন্দির

 

BIRSINGHAPUR  KALI, BIRBHUM

BIRSINGHAPUR  KALI, BIRBHUM
নতুন সাজে  মায়ের মূর্তি


তারিখ - ০৩/০৪/২০২১

                        বীরভূমের সদর শহর থেকে নয় কিলোমিটারের মধ্যে অবস্থিত ভান্ডীরবন আজ আর কারো কাছে অজানা বা অচেনা নয়। কিন্তু এই ভান্ডীরবনের এক কিলোমিটারের মধ্যেই আছে আরো এক ঐতিহাসিক জায়গা যেটা প্রায় কেউই জানেন না বা জানলেও  কবে শেষবার গেছেন তার হিসাব নেই। সেই জায়গাটি হল বীরসিংহপুর গ্রাম। নেহাতই এক অখ্যাত গ্রাম। 

BIRSINGHAPUR, BIRBHUM, WB, INDIA
আগেকার মন্দিরের ছবি

                         এই অখ্যাত গ্রামেই একটি কালী মন্দির আছে। সেখানে প্রতিষ্ঠিত আছে কাল পাথরে  তৈরী মা কালীর মূর্তি। মূর্তিটি আর পাঁচটা সাধারণ কালীমূর্তির মত নয়। তবে গায়ে কাঁটা দেয় তখনই যখন জানতে পারি এই মূর্তি প্রায় ৮৫০ বছরের প্রাচীন। বীরভূমের আদি ও শেষ হিন্দু রাজা ছিলেন বীর সিংহ। উনি বাইরের প্রদেশ থেকে এসে  এখানকার আদি বাসিন্দাদের পরাজিত করে নিজে এই জায়গার রাজা হয়ে বসেন এই বীর সিংহের নাম অনুযায়ী এই জায়গার নাম হয় বীরসিংহপুর এখানেই স্থাপিত হয় রাজধানী, প্রতিষ্ঠিত হন মা কালী একটা সময় রাজধানী, সরোবর, দুর্গের ভগ্নাবশেষ দেখতে পাওয়া গেলেও বর্তমানে মাকালী ছাড়া আর কিছুই নেই।  

BIRSINGHAPUR KALI TEMPLE
আগেকার মন্দিরের পিছনে নির্মায়মান বর্তমান মন্দির

 

BIRSINGHAPUR KALI TEMPLE
আগেকার কালী মন্দির

 

                          দীর্ঘদিন একটি সাধারণ মন্দিরে এই মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত চারদিক ছোট পাঁচিলে ঘেরা এই জায়গা পাশে একটি পুকুর, চারদিক সবুজ গাছপালাতে ঘেরা এই ছবিই দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছিলাম কিন্তু বেশীদিন এই ছবি দেখা যাবে না মা কালীকে তার আসল জায়গায় প্রতিষ্ঠা করার জন্য বর্তমান মন্দিরের ঠিক পিছনেই অতি যত্নসহকারে তৈরী হচ্ছে বিশাল মন্দির একবার সময় করে  দর্শন করে যান , ঐতিহাসিক এই কালীমূর্তি দর্শনে গায়ে কাঁটা দেবেই

 

BIRSINGHAPUR KALI TEMPLE, BIRBHUM
বর্তমান মন্দিরের পিছনে মন্দির নির্মাণের কাজ চলছে

BIRSINGHAPUR  KALI TEMPLE
মন্দির  রঙ করার কাজ চলছে



 
তথ্য ঋণ- ১> বীরভূম বিবরণ , প্রথম খন্ড, মহারাজকুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহোদয় সম্পাদিত।  ২> বীরভূম সমগ্র, প্রথম খন্ড – লেখক ডঃ আদিত্য মুখোপাধ্যায়

মন্তব্যসমূহ

  1. তথ্য মূলক লেখা পড়ে সমৃদ্ধ হলাম।

    উত্তরমুছুন
  2. এটা জানতাম না তো....এই কালী মন্দিরে গেছি আমি.... অজানা ছিল এই তথ্য....সমৃদ্ধ হলাম

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন