আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় ইমামবাড়া কোথায় ???
Nizamat Imambara, Murshidabad স্বাধীন বাং লার শেষ রাজধানী মুর্শিদাবাদ । ভাগীরথী নদীর ধারে অবস্থিত এই শহর থেকে ইংরেজরা ১৭৭৩ সালে কলকাতাতে বাং লার রাজধানী স্থানান্তরিত করে । প্রাচীন স্থাপত্যে সাজানো এই ঐতিহাসিক শহর বর্তমানে দু - তিন দিনের ভ্রমণের জন্য আদর্শ স্থান । খুব কম মানুষ আছেন যিনি মুর্শিদাবাদের কোন না কোন বিখ্যাত সৌধ এখনো দর্শন করেন নি । অনেকে একদিনের জন্য বনভোজনে গিয়েও হাজারদুয়ারী দেখে এসেছেন । কিন্তু আমরা যে সৌধগুলো দেখি সব গুলো র ইতিহাস আমরা সবাই জানিনা । অনেকগুলি আবার আসল সৌধ ভেঙে যাবার পরে নতুন করে তৈরী !! খুব অবাক লাগছে না ? নি...