বীরভূমে ভগবান বুদ্ধ আছেন , আপনি জানেন কি ?

 

BUDDHA STATUE,  SONAJHURI, KHOAI, BIRBHUM
BUDDHA  STATUE,  Khoai road


                   বীরভূম  শুনলেই  প্রথমেই  পাঁচ সতীপীঠের কথা  মনে আসে। বীরভূমের  পাঁচ জায়গায় সতীর পাঁচ  ছিন্ন অঙ্গ  পড়েছিল, সেগুলি আজ বিখ্যাত সতীপীঠ হিসাবে।  পাশাপাশি কালী সাধনাতেও বীরভূম পিছিয়ে নেই।  গত কয়েক বছরে তৈরী হয়েছে অনেকগুলো হনুমানজীর  মন্দির । এছাড়াও  আছে বহু প্রাচীন মন্দির, বহু মসজিদ এমন কি  বেশ কিছু প্রাচীন গীর্জাও। কিন্তু ভগবান বুদ্ধদেবের স্থান কোথাও আছে বলে জানা ছিল না।  হঠাৎ তাঁর দেখা পেলাম এই বীরভূমেই। 

                                  জানুয়ারীর এক রবিবারে অফিসের সহকর্মীদের সাথে বনভোজনে এসেছিলাম "আমার কুটীর"এ । বোলপুর- শান্তিনিকেতন -খোয়াই-এর হাট-বল্লভপুর অরণ্যে হরিণ দেখা - এইসব ঘোরাঘুরির তালিকা থেকে  খোয়াই-এর হাট দেখার জন্য  একফাঁকে  তিনজনে বেড়িয়ে গেলাম। আমার কুটির থেকে টোটোতে  খোয়াই  মাথা পিছু  পনের টাকা। আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে  লাল মাটির পথ দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। হঠাৎ  বাঁদিকে  অনেকটা দূর থেকে ভগবান বুদ্ধদেবের মূর্তি চোখে এলো। একটু কাছে যেতেই বুঝলাম এটা নতুন হয়েছে ও বাকী জায়গার কাছ  এখনো চলছে।  

 

BUDDHA STATUE,  SONAJHURI, KHOAI, BIRBHUM
                                    BUDDHA  STATUE,  KHOAI, SHANTINIKETAN                                               

 

                                      বিশাল  জায়গা  নিয়ে কাজ চলছে। সামনের দিকে কাজ শেষ না হওয়া প্রবেশদ্বারটি সাঁচীস্তুপের আদলে করার চেষ্টা চলছে বলে মনে হল। গেট পার হয়ে ভিতরে যেতেই  বিশাল ধ্যানমগ্ন শ্বেতশুভ্র বুদ্ধ মূর্তি ,  শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। আমাদের  বাঁদিকে  গেটের পাশেই  বুদ্ধদেবের সাত শিষ্যের মূর্তি  সারিবদ্ধভাবে  সাজানো রয়েছে। বুদ্ধদেবের মূর্তির নীচেই রয়েছে  ' অষ্টাঙ্গিক মার্গ '   'পঞ্চশীল'  এর কথা। 

 

DISCIPLES OF LORD  BUDDHA
DISCIPLES  OF LORD  BUDDHA

 

                          আশাকরি  আগামী দিনে এই জায়গা ভগবান বুদ্ধদেবকে কেন্দ্র করে আরো বড় ধর্মস্থান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাই চুপিচুপি বলে রাখি আগেই একবার দেখে আসুন না, ভালই লাগবে।

কিভাবে যাবেনঃ  বোলপুর শান্তিনিকেতন থেকে খোয়াই এর পথে আসতে হবে। দূরত্ব চার থেকে পাঁচ কিমির মধ্যে।

                  

BUDDHA STATUE,  SONAJHURI, KHOAI, BIRBHUM


মন্তব্যসমূহ

  1. বীরভূম অতীতে বৌদ্ধদেরই দেশ ছিল। বজ্রযান বৌদ্ধ তন্ত্রের সাধনা হত এই মাটিতেই। ছিল অজস্র তারা দেবীর পীঠস্থান। বৌদ্ধ দেবী তারার পীঠ এখন একটিই দেখা যায় রামপুরহাটের কাছে তারাপীঠে। ইতিহাস ঘাঁটলে এ সম্বন্ধীয় অনেক তথ্যই পাওয়া যাবে। দুঃখের বিষয় বৃহৎবঙ্গে বৌদ্ধ ইতিহাস এক বিস্মৃত অধ্যায়।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ, আপনার তথ্যে ও লেখায় আমরা সমৃদ্ধ হলাম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন