পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতের মজা বাউল মেলাতে - JOYDEV KENDULI MELA also known as BAUL MELA

ছবি
                                           মুখে মাস্ক, মানুষে মানুষে দূরত্ব বজায় রেখে চলতে হবে। বর্তমান সময়ে এই জীবন যাপন আমরা মেনে নিয়েছি। তারপরে আবার Omicron variant এর ভয়। তাই শীতের রাতে বাউল মেলা ঘোরা যেন দিবাস্বপ্ন। শুধুনাত্র স্বপ্নই কারণ সব ধরনের মেলাই তো গত দুবছর ধরে বন্ধ। তাই এবার মেলা হোক বা না হোক, ঘুরতে পারি বা না পারি,   আরো একবার সোনালী দিনের স্মৃতি রোমন্থন করতে বাঁধা কোথায়? তাই টাইম মেশিনে করে ফিরে যাচ্ছি বছর খানেক আগেকার দেখা জয়দেব কেন্দুলির বাউল মেলার মাঠে।                     হাড় কাঁপানো ঠান্ডায় সারারাত মেলা দেখার মজাই আলাদা। হ্যাঁ, আমি রাতের কথাই বলছি, দিনের মেলার মজা তো আছেই। রাতের মেলার রূপ, রস, স্বাদ ভিন্ন। দিনে মিঠে রোদে উত্তুরে হাওয়া গায়ে লাগিয়ে মেলা দেখার মজা একরকম। আবার সেই মেলাতেই রাতভর বাউল আখড়ায় খড়...