Omicron variant COVID-19 কে এড়িয়ে কি ভাবে নিরাপদে ভ্রমণ করবেন?
গোটা বিশ্ব জুড়ে Covod-19 এর ভয় এখন অনেকটাই কমে এসেছিল । ভ্রমণ প্রিয় মানুষ বেড়াতে যাবার পরিকল্পনা করছিলেন। অনেকে বেড়িয়েও গেছেন। আমিও North Bengal Dooars ঘুরে এলাম। কিন্তু Omicron Variant এর ভয় সব দিকে থাবা বসিয়েছে। এখনও অবধি যে সব খবর পাওয়া যাচ্ছে তা থেকে বলা যায় এখন শুধুমাত্র ভারতের মধ্যেই বেড়াতে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা এখানে লেখার চেষ্টা করছি---
১) প্রত্যেকের জন্য অন্তত পাঁচ সেট মাস্ক রাখতে হবে। সেটা যেন মোটামুটি ভাল কোয়ালিটির হয়।
২) Hand sanitiser প্রত্যেকের জন্য রাখতে হবে। Spray sanitiser হলে ভাল হয়।
৩) ট্রেনে , বাসে, গাড়িতে বসার আগে সীটে Sanitiser spray করে নিতে হবে।
৪) এখন ট্রেনে বেড রোল দিক বা না দিক নিজে একটা বিছানার চাদর ও গায়ের চাদর নেওয়া খুব দরকার। শুধুমাত্র ট্রেনেই নয়, লজের বিছানাতেও সেটা ব্যবহার করতে হবে।
৫) ট্রেন জার্নির সময় শুকনো খাবার ও পানীয় জল কাছে রাখতে হবে।
৬) শেয়ার গাড়িতে না ঘুরে নিজের দলের সদস্যরা মিলে একটা গাড়ি ভাড়া করে ঘুরুন।
৭) সাথে যে সব কাগজপত্র রাখতেই হবে তা নীচে লেখা থাকলঃ
* যথেষ্ঠ পরিমানে Double Vaccination এর final certificate copy
* যথেষ্ঠ পরিমানে Voter Id ( EPIC ) , Adhaar card এর photocopy
আশাকরি সকলেই ভালভাবে ঘুরে আসতে পারবেন।


Well advice
উত্তরমুছুন