বীরভূমে ভগবান বুদ্ধ আছেন , আপনি জানেন কি ?
BUDDHA STATUE, Khoai road বীরভূম শুনলেই প্রথমেই পাঁচ সতীপীঠের কথা মনে আসে। বীরভূমের পাঁচ জায়গায় সতীর পাঁচ ছিন্ন অঙ্গ পড়েছিল , সেগুলি আজ বিখ্যাত সতীপীঠ হিসাবে। পাশাপাশি কালী সাধনাতেও বীরভূম পিছিয়ে নেই। গত কয়েক বছরে তৈরী হয়েছে অনেকগুলো হনুমানজীর মন্দির । এছাড়াও আছে বহু প্রাচীন মন্দির , বহু মসজিদ এমন কি বেশ কিছু প্রাচীন গীর্জাও। কিন্তু ভগবান বুদ্ধদেবের স্থান কোথাও আছে বলে জানা ছিল না। হঠাৎ তাঁর দেখা পেলাম এই বীরভূমেই। জানুয়ারীর এক রবিবারে অফিসের সহকর্মীদের সাথে বনভোজনে এসেছিলাম "আমার কুটীর"এ । বোলপুর- শান্তিনিকেতন -খোয়াই-এর হাট-বল্লভপুর অরণ্যে হরিণ দেখা - এইসব ঘোরাঘুরির তালিকা থেকে খোয়াই-এর হাট দেখার জন্য একফাঁকে তিনজনে বেড়িয়ে গ...