বীরভূমের শেষ হিন্দু রাজা বীর সিংহের প্রতিষ্ঠিত ৮৫০ বছরের প্রাচীন মা কালী
০৩/০৪/২০২১ তারিখে লেখার পরে আবার এই মন্দির নিয়ে লিখতে বসলাম। এবার সত্যিই আর পুরনো মন্দির দেখা যাবে না। এখন নতুন মন্দিরে মায়ের নতুন রূপ। যদিও এখনও নতুন মন্দিরের অনেক কাজ বাকী , তবুও দেখে আসা যেতেই পারে প্রাচীন এই মা কালীর মূর্তিটিকে। নতুন রূপে বর্তমান মন্দির নতুন সাজে মায়ের মূর্তি তারিখ - ০৩/০৪/২০২১ বীরভূমের সদর শহর থেকে নয় কিলোমিটারের মধ্যে অবস্থিত ভান্ডীরবন আজ আর কারো কাছে অজানা বা অচেনা নয়। কিন্তু এই ভান্ডীরবনের এক কিলোমিটারের মধ্যেই আছে আরো এক ঐতিহাসিক জায়গা যেটা প্রায় কেউই জানেন না বা জানলেও কবে শেষবার গেছেন তার হিসাব নেই। সেই জায়গাটি হল বীরসিংহপুর গ্রাম। নেহাতই এক অখ্যাত গ্রাম। আগেকার মন্দিরের ছবি এই অখ্যাত গ্রামেই একটি কালী মন্দির...