পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বনবাসের অস্থায়ী ঠিকানা - Neora Jungle Camp - a cheering sight to visit

ছবি
                                                     ডিসেম্বর ২০২০ এর প্রথম সপ্তাহ , পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দার্জিলিং মেলে (   স্পেশাল ট্রেন হিসাবে চলছিল ) চেপে বসলাম পুত্র ও আমি  ভি ড় এড়াবার জন্য এসি ফার্ষ্ট ক্লাসে দুজনের ক্যুপে । সারারাত বেড়ানোর উত্তেজনাতে ঠিকমত ঘুমই হল না । সকালবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম । বাইরে আসতেই দেখি আমাদের ড্রাইভারসাহেব গোপালদা গাড়ি নিয়ে আগেই হাজির । আমরা প্রথমে জলপাইগুড়িতে আমাদের অফিসের গেস্ট হাউসে এলাম । সেখানে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট সেরে দুপুরের দিকে চললাম গরুমারা জঙ্গলের দিকে ।         খানিকটা যেতেই রাস্তার সৌন্দর্যে মন ভরে গেল । দুদিকে জঙ্গল ও মাঝখান দিয়ে কালো মসৃন রাস্তা । নেওড়া মোড় আসতেই আমরা থামলাম , গোপালদা বললেন – এখানেই খেয়...